ছবিঃ সংগৃহীত
চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, কর্মস্থলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা বাড়ছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা হচ্ছে না।
শুক্রবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকরা মানবসেবায় নিয়োজিত সমাজের একটি মর্যাদাপূর্ণ অংশ। তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। এই সুরক্ষা নিশ্চিত না করা হলে চিকিৎসকরা তাঁদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সেবা দিতে ব্যর্থ হবেন এটা একেবারেই স্বাভাবিক।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চিকিৎসকদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে এবং এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই বিচারিক প্রক্রিয়া উপেক্ষিত থাকছে। ফলে একই ধরনের ঘটনা বারবার ঘটছে। সর্বশেষ ৩১ জুলাই দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মো. মশিউর রহমান এবং প্রশিক্ষণরত স্বাস্থ্য সহায়ক ফয়সাল হোসেনের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানান ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, “যদিও পরবর্তীতে হামলাকারীরা স্থানীয়ভাবে ক্ষমা চেয়ে চিকিৎসকের মোবাইল ফোনটি ফেরত দিয়েছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা শুধুমাত্র ক্ষমা প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ থাকলে তা মোটেই গ্রহণযোগ্য নয়।”
বিজ্ঞপ্তিতে ডা. রফিকুল ইসলাম হুঁশিয়ার করেন, এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে চিকিৎসক নির্যাতন নিত্যদিনের ঘটনায় পরিণত হতে পারে, যা দেশের স্বাস্থ্যখাতের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, হাকিমপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং অতীতে ঘটে যাওয়া চিকিৎসক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও নিরাপদ ও রোগীবান্ধব করে তোলা হোক।
আরও পড়ুন