Advertisement
Doctor TV

শনিবার, ২ আগস্ট, ২০২৫


সফলভাবে সম্পন্ন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।  অপারেশন শেষে আমীরে জামায়াতের অপারেশনের কাজে নিয়োজিত ডাক্তারগণ মিডিয়াকে ব্রিফ করেছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকগণ। 

 

বিশিষ্ট কার্ডিওলজিস্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ সময় মিডিয়াকে বলেন, “আলহামদুলিল্লাহ, ডা. শফিক সাহেবের অপারেশনসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, অতি দ্রুত উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।” তিনি আরো বলেন, “আর উনার অপারেশনটা একদম সঠিক সময়ে হয়েছে। নির্দিষ্ট সময়েই উনার জ্ঞান ফিরবে এবং আগামী ৩ দিন উনি আইসিইউতে থাকবেন। এরপর উনাকে কেবিনে নিয়ে আসা হবে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানিকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।” 
 

শনিবার (২ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দুপুরে অনুষ্ঠিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

সার্জারিটি পরিচালনা করেন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বাধীন একটি বিশেষ মেডিকেল টিম। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকেরা সফলতার সঙ্গে সার্জারি সম্পন্ন করেছেন।

 

উল্লেখ্য, ১৯ জুলাই ঢাকায় একটি সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমীর। এরপর প্রাথমিক চিকিৎসার পর ৩০ জুলাই তার এনজিওগ্রাম করা হয়, যেখানে তার হৃদপিণ্ডে পাঁচটি ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শে বিদেশে চিকিৎসার সুযোগ থাকলেও ডা. শফিকুর রহমান দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন, এতে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে।

আরও পড়ুন