ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের আয়োজনে, বুধবার(১৬ জুলাই) অনুষ্ঠিত হলো “ক্যান্সার জেনেটিক টেস্ট ও কাউন্সেলিং: ধারণা, প্রয়োগ ও ক্লিনিক্যাল ব্যাখ্যা” শীর্ষক একটি বিশেষ বৈজ্ঞানিক লেকচার।
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ক্যান্সার রোগ শনাক্তকরণ ও ব্যক্তিকেন্দ্রিক থেরাপি নির্ধারণে জেনেটিক টেস্ট ও কাউন্সেলিংয়ের ভূমিকা, সম্ভাবনা ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচিত এই সেশনে মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও মলিক্যুলার অনকোলজিস্ট ড. মুস্তাক ইবনে আয়ুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। তিনি তার বক্তব্যে বলেন, “ক্যান্সার জেনেটিকস চিকিৎসাবিজ্ঞানের একটি উদীয়মান ক্ষেত্র, যা রোগীর সুনির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে।” তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও অ্যাকাডেমিক সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
লেকচার সেশনের সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হুসাইন। পুরো সেশনে বিভাগের শিক্ষক, রেসিডেন্ট ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।
আলোচনায় বক্তারা বলেন, ক্যান্সার চিকিৎসায় পার্সোনালাইজড থেরাপির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সেই পরিপ্রেক্ষিতে জেনেটিক টেস্টিং ও কাউন্সেলিং রোগ নির্ণয়, চিকিৎসার গতি ও নির্ভুলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের একাডেমিক উদ্যোগ চিকিৎসাক্ষেত্রে গবেষণা-ভিত্তিক চিন্তা তৈরি করবে এবং বাংলাদেশে ক্যান্সার জেনেটিকস ও থেরাপি উন্নয়নের পথকে আরও সুগম করবে।
আরও পড়ুন