Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫


বিএমইউতে রেডিওলজিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে, বুধবার(১৬ জুলাই) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইন রেডিওলজি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এআই প্রযুক্তির বর্তমান ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মোঃ মাঈনুল আহসান।

 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. তৌফিক হাসান, বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. ফারজানা আলম তুন এবং ডা. শাহনাজ চৌধুরী লুনা। তাঁরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রেডিওলজিতে রোগ নির্ণয়ের গতি, নির্ভুলতা ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

 

ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, “চিকিৎসা শিক্ষা ও সেবাকে আধুনিক ও গতিশীল করতে এআই ব্যবহারের কোনো বিকল্প নেই। বিএমইউ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”

আলোচকরা জানান, আধুনিক রেডিওলজিতে চিত্র বিশ্লেষণের ক্ষেত্রে এআই এখন গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করছে। মেশিন লার্নিংয়ের মাধ্যমে রিপোর্টিংয়ের নির্ভুলতা বাড়ানো, দ্রুত রোগ নির্ণয় এবং সীমিত জনবলে উন্নত সেবা নিশ্চিত করায় এআই ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এর চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা সম্পর্কেও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন বলে মত দেন তাঁরা।

 

কর্মশালায় অংশগ্রহণকারীরা মনে করেন, বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহারে এ ধরনের আয়োজন সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে রেডিওলজি বিভাগের শিক্ষার্থী ও রেসিডেন্টদের জন্য এটি ছিল একটি সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজন।

আরও পড়ুন