ছবিঃ সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা না গেলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে আরও ৩১৭ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রবিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে সর্বোচ্চ ১২৭ জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে ৭০ জন, ঢাকার বাইরের এলাকায় ৫২, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে যথাক্রমে ২৬ ও ২২ জন আক্রান্ত হয়েছেন। খুলনায় নতুন রোগী ১৩ জন ও ময়মনসিংহে ৭ জন।
গত এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩২৫ জন। এ নিয়ে চলতি বছরের মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯৮।
আরও পড়ুন