Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


‘বেসরকারি মেডিকেলের শূন্য আসনে ভর্তিতে নতুন মাইগ্রেশন দেওয়া হবে না’

Main Image


দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য আর কোন নতুন মাইগ্রেশন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন। বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

 

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন বলেন, বেসরকারি মেডিকেল কলেজে শূন্য আসন পূরণের জন্য নতুন করে কোনো মাইগ্রেশন দেওয়া হবে না। এমবিবিএস ভর্তিতে বেসরকারি মেডিকেল কলেজে প্রায় ৬০০ সিট খালি রয়েছে। সে কারণে আর কোনো মাইগ্রেশন দেওয়া হবে না। ভর্তির শূন্য সিট পূরণ করতে হলে পোর্টাল খুলতে হবে। আপাতত এ ব্যাপারে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাইনি।’

 

সরকারি মেডিকেল কলেজে শূন্য আসন সংখ্যার প্রশ্নে ডা. রুবীনা ইয়াসমিন বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটায় কিছু আসন শূন্য রয়েছে, আর একটি-দুটি কলেজে শূন্য আসন থাকতে পারে। যেসব বিদেশি শিক্ষার্থী তাদের দেশের সরকার ও বাংলাদেশ সরকারের পারস্পরিক চুক্তির (জি টু জি) আওতায় ভর্তি হবে, তাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রম আগামী ১৫ জুন পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।’

 

মুক্তিযোদ্ধা কোটার শূন্য আসন সাধারণ কোটার সঙ্গে যুক্ত করা হবে কিনা— এমন প্রশ্নে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তের পর শূন্য আসন বিষয়ে ভর্তি কমিটি সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুন