দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে ভর্তি শুরু হচ্ছে আগামী শনিবার (২৮ জুন) থেকে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের স্ব-অর্থায়নে ভর্তির জন্য অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন শেষে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের কলেজভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্ণিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন