Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


বকেয়া ভাতা পাবেন আন্দোলনরত এফসিপিএস প্রশিক্ষণার্থীরা

Main Image


বশেষে দাবিরমুখে জানুয়ারি-২০২০ পূর্ববর্তী সেশনের এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। গত ২০ মে বিসিপিএস এর জরুরি কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২৪ মে) বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ২০১৯ বা তৎপূর্ববর্তী সময়ে এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের কলেজের পারিতোষিক নীতিমালা অনুযায়ী ভাতা প্রদান করা হবে। এ-সংক্রান্ত অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

এর আগে ২০ মে মহাখালীর বিসিপিএস ক্যাম্পাসে বকেয়া পারিতোষিকের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন জুলাই-২০১৯ সেশনে এফসিপিএস প্রথম পর্ব পাস করা ৭২ জন প্রশিক্ষণার্থী চিকিৎসক। এ সময় তারা অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে বিসিপিএস প্রশাসন ৭২ জন প্রশিক্ষণার্থীর ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। নতুন নির্দেশনায় জানুয়ারি-২০২০ পূর্ববর্তী সেশনে প্রথম পর্ব পাস করা এফসিপিএস প্রশিক্ষণার্থীদের বাদ দেওয়া হয়েছে বলে জানান তারা। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন ঐসব প্রশিক্ষণার্থী।

 

পরে বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামালের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন প্রশিক্ষণার্থীরা। একই দিন জরুরি সভা আহ্বান করে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন