Advertisement
Doctor TV

শনিবার, ১৭ মে, ২০২৫


বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজ

Main Image

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)


আজ ১৭ মে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। এ বছরের প্রতিপাদ্য ‘রক্তচাপ সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হোন’। দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকারি-বেসরকারি হাসপাতাল ও বিভিন্ন সংস্থা।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রায় ১২৮ কোটি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। প্রতি বছর উচ্চ রক্তচাপজনিত কারণে মারা যাচ্ছেন প্রায় ১ কোটি মানুষ। 

 

বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপে (২০১৭-১৮) দেখা গেছে, দেশে ১৮ বছরের বেশি বয়সি ২৭ দশমিক ৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপ পুরুষের চেয়ে নারীর বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশে ১৮ বছরের বেশি জনসংখ্যা ১১ কোটি ১৮ লাখ ৯৬ হাজার। সেই হিসাবে ৩ কোটির বেশি মানুষ এই দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত।

আরও পড়ুন