বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) আইসিটি সেলের উদ্যোগে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল শনিবার (১৭ মে) থেকে। ‘চোখের পেছনের গল্প’ শিরোনামের এই প্রতিযোগিতা চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা। বুধবার ( ১৪ মে) বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ১৭ মে থেকে ২৪ মে রাত ১২টার মধ্যে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শাখার ই-মেইলে (bmuphotography@bsmmu.edu.bd) প্রেরণের জন্য বলা হয়েছে।
ফটোগ্রাফির বিষয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ছবি চারটি বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে হবে। এগুলো হলো—ক্যাম্পাস ও অবকাঠামো, গবেষণা ও উদ্ভাবন, পাঠদান ও শেখার মুহূৰ্ত এবং চিকিৎসা সেবা। ভিডিওগ্রাফির ক্ষেত্রে শিক্ষা, সেবা ও গবেষণার গল্প তুলে ধরতে হবে।
এতে বলা হয়েছে, প্রতিযোগীকে নিজস্ব তোলা মূল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি জমা দিতে হবে, এআইজনিত পরিবর্তন গ্রহণযোগ্য নয়। প্রতিযোগী বিষয়বস্তু অনুযায়ী সর্বোচ্চ চারটি ফটোগ্রাফি এবং সর্বোচ্চ একটি ভিডিওগ্রাফি জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় নিযুক্ত বিচারক প্যানেল ছবি নির্বাচন করবেন এবং বিজয়ীদের মে-জুনের মধ্যে অবহিত করা হবে। তবে কপিরাইট লঙ্ঘন করলে ফটোগ্রাফ ও ভিডিওগ্রাফ বাতিল বলে গন্য হবে। জমা দেওয়া ছবির স্বত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রচারণামূলক কাজে ব্যবহারের অধিকার থাকবে।
আরও পড়ুন