Advertisement
Doctor TV

রবিবার, ১৮ মে, ২০২৫


নার্সিং পেশার জন্য বিশ্ব দুয়ার খুলে গেছে: বিএমইউ ভিসি

Main Image

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. কর্নেল (অব.) জেহাদ খান


বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, বর্তমানে নার্সিং পেশার জন্য বিশ্ব দুয়ার খুলে গেছে। এ জন্য নিজেকে আন্তর্জাতিক মানের নার্স হিসেবে গড়ে তুলতে হবে। ইংরেজি ভাষা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ব নার্স দিবস উপলক্ষ্যে সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে বৈজ্ঞানিক সেমিনারে তিনি এ কথা বলেন। দিবসটির এবারে প্রতিপাদ্য- আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। 
 

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, শিক্ষাসহ নার্সিং পেশার উন্নয়নে গুণগত মান পরিবর্তনে বিএমইউর বর্তমান প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। নার্সিং পেশার গুণগত  মান পরিবর্তন নিশ্চিত করতে পারলে দেশের সীমানা পেরিয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশের নার্স।  

 

তিনি বলেন, রোগীদের দুঃখ-কষ্ট লাঘবের ভরসাস্থল হল নার্স। নার্সিং এর মতো মহৎ পেশার দায়িত্ব পালনে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। শুধুমাত্র একটি চাকরির জন্য নার্সিং পেশা নয়। বর্তমানে নার্সিং পেশার জন্য বিশ্ব দুয়ার খুলে গেছে। এ জন্য নিজেকে আন্তর্জাতিক মানের নার্স হিসেবে গড়ে তুলতে হবে। ইংরেজি ভাষা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জন করতে হবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নার্সিং পেশার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে উচ্চতর নার্সিং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এই কার্যক্রম বাস্তবায়ন হলে এবং নার্সগণ এক্ষেত্রে নিজেকে আন্তরিকতার সাথে সম্পৃক্ত করলে নার্সিং পেশায় বাংলাদেশ বর্হিবিশ্বেও সুনাম অর্জনে সক্ষম হবে।
 

সেমিানারে পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক মোঃ হারুন অর রশীদ গাজী প্রমুখ বক্তব্য রাখেন।  

 

উল্লেখ্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি, বৈজ্ঞানিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বিশ্ব নার্স দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিএমইউ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালির শুভ উদ্বোধন করেনভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি। পরে দিবসটি উপলক্ষে সর্বস্তরের নার্সদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে বৈজ্ঞানিক সেমিনার ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আরও পড়ুন