বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সুপার স্পেশালাইজড হাসপাতালে চীনের সহযোগিতায় শীঘ্রই চালু হতে যাচ্ছে রোবটিক রিহ্যাবিলেটশন সেন্টার। এরই অংশ হিসেবে শনিবার (১০ মে) সেন্টারের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
এ সময় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) অধ্যাপক ডা. মো. সাইফ উল্লাহ মুন্সী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-১ ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাছের, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. এ কে আল মিরাজসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন