Advertisement
Doctor TV

শনিবার, ১০ মে, ২০২৫


১৬তম এশিয়া প্যাসিফিক হসপিস প্যালিয়েটিভ কেয়ার কনফারেন্স অনুষ্ঠিত

Main Image


মালয়েশিয়ার কুচিং সারোয়াকে সম্প্রীতি (২৩-২৬শে এপ্রিল) অনুষ্ঠিত হলো ১৬তম এশিয়া প্যাসিফিক হসপিস প্যালিয়েটিভ কেয়ার কনফারেন্স। সম্মেলনে ১৬৬ পোস্টার এর মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে পোস্টার উপস্থাপনা করা হয়। পোস্টার উপস্থাপনে সংশ্লিষ্টরা হলেন- অধ্যাপক ডা. এ কে এম মতিউর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা আফরোজা আলম,  ডা. নিশা মর্তুজা আক্তার, ডা. সৈয়দা শারমিন কাদের এবং ডা রিফাত জাহান। 

 

এশিয়া প্যাসিফিক হসপিস প্যালিয়েটিভ কেয়ার নেটওয়ার্ক (এপিএইচএন) একটি অলাভজনক প্রতিষ্ঠান যা এশিয়া প্যাসিফিকে  হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার নিয়ে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও নেটওয়ার্কিং এর  কাজ করে। 
 

সম্মেলনের এ বছরের প্রতিপাদ্য বিষয় "বৈচিত্রকে সাথে নিয়ে সম্প্রদায়কে শক্তিশালী করা"। এটি একটি আহবান যা নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত রোগী ও পরিবারের  বিভিন্ন কষ্টের দিকগুলো বিবেচনা করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া। 
 

এই সম্মেলনে যোগদান করার জন্য এপিএইচএন এর পক্ষ থেকে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দা শারমিন কাদেরকে রোজালি সো ভ্রমণবৃত্তি ও এসিস্ট্যান্ট সুপার ইনডেন্ট মোসাম্মৎ ফাতেমা আক্তারকে লিয়েন কোলাবরিটিভ বৃত্তি প্রদান করা হয়। 

আরও পড়ুন