বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্যাথলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অনারারি অধ্যাপক ডা. মোহাম্মদ কামালের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বাদ জোহর বিএমইউর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাযায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদেও ডিন অধ্যাপক ডা. মো. সাইফ উল্লাহ মুন্সী, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ অনেকে। মরহুমের নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)র প্যাথলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অনারারি অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৯ মে) ভোর ৫টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সববেদনা জ্ঞাপন করেছেন বিশ্বদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
আরও পড়ুন