Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫


কয়েকটি ওষুধ ও যন্ত্রপাতির দাম হ্রাস-বৃদ্ধির প্রস্তাব করেছে কমিশন

Main Image


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সোমবার (৫ মে)  জমা দেয়া প্রতিবেদনে জীবন রক্ষাকারী অতি প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি, ওষুধ ও পণ্যের কর ও ভ্যাট কমানোর পাশাপাশি অত্যাবশ্যক নয় এমন পন্যের উপর কর/ভ্যাট বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, ক্যানসার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক এবং ব্যবহৃত ঘরোয়া যন্ত্রপাতি এবং একবার ব্যবহার উপযোগী ডিসপোজেবল পণ্যের মতো মৌলিক চিকিৎসাসামগ্রীর উপর আরোপিত ভ্যাট/কর উল্লেখযোগ্যভাবে হ্রাস করে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা প্রয়োজন।

 

এসব পণ্যে রোগীরা উল্লেখযোগ্য হারে ব্যক্তিগত তহবিল থেকে ব্যয় করেন- যা হ্রাস করা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

অন্যদিকে ভিটামিন, খনিজ, প্রোবায়োটিক, বুকের দুধের বিকল্প এবং অন্যান্য অত্যাবশক নয় এমন পণ্যের ওপর কর ও ভ্যাট বৃদ্ধির সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে বলা হয়, এসব পণ্যের ওপর কর বৃদ্ধি করে প্রয়োজনীয় ওষুধে কর হ্রাশের ফলে যে আর্থিক ক্ষতি হবে তা ভারসাম্যপূর্ণভাবে পূরণ করা যেতে পারে।

 

ওষুধের দাম কমানোর অংশ হিসেবে প্যাকেজিং প্রক্রিয়া সরলীকরণ এবং ফার্মাসিটিক্যাল কোম্পানির বিপণন ব্যয় কমাতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন