Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


মানহীন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ

Main Image


ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) মানদণ্ড অনুযায়ী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো নিয়মিত মূল্যায়ন করে প্রতিষ্ঠান পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস এবং মানহীন প্রতিষ্ঠান বন্ধসহ স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্থানান্তরের সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। সোমবার (৫ মে) দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে।  

 

সুপারিশে আরও বলা হয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ‘কম্পিটেন্সি বেজড ও কমিউনিটি ওরিয়েন্টাল মেডিকেল এডুকেশন’ চালু করতে হবে। শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে পাঁচ দিনের একাডেমিক সপ্তাহ চালু করতে হবে। এফসিপিএস ও এমডি/এমএস কোর্সে পাঠ্যক্রম এনে দেশবিদেশে স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন