Advertisement
Doctor TV

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫


বিএমইউর বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়া হবে: ভিসি

Main Image


বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) নিজস্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। শনিবার (২৬ এপ্রিল) বিশ্ব ইন্টেলেকচুয়ার প্রোপার্টি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি আশ্বাস দেন।  

 

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, আমাদের কপি রাইট করার মতো অনেক সম্পত্তি রয়েছে। আমাদের নিজস্ব অনেক কিছু রয়েছে। তবে এই বিষয়ে অনেকেরই পর্যাপ্ত ধারণা নাই। তাই এই সম্পত্তি যথাযথভাবে সংরক্ষণ করাসহ তা তুলে ধরা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে কপি রাইট, প্যাটেন্ট রাইট করার বিষয়গুলো বা সম্পত্তিসমূহ উদাহরণ হিসেবে তুলে ধরেন।   

 

এবারে দিবসটির স্লোগান হল- ‘আইপি ও সঙ্গীত: বুদ্ধিবৃত্তিক সম্পত্তির স্পন্দন অনুভব করুন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এই মেধাস্বত্ত্ব বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি দিবস উপলক্ষে বিএমইউতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় ও সেমিনার অনুষ্ঠিত হয়।  

 


 

এ সকল কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। মূল্যবান বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের এনজিও এফেয়ার্স ব্যুরো এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্ট্যাডিসের কপি রাইট ও অনুষজ্ঞ ফ্যাকাল্টি জনাব খান মাহাবুব। 

 

দিবসটির তাৎপর্য তুলে ধরেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক ও আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী।
 

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিষয়ে মানুষকে আরো সচেতন  ও সম্পৃক্ত করতে হবে। 

আরও পড়ুন