মানবিক চিকিৎসক তৈরির লক্ষ্যে ২০১৩ সালে প্রতিষ্ঠা হওয়া ইউএস-বাংলা মেডিকেল কলেজের আজ ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মেডিকেল কলেজটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবতে অবস্থিত।
সোমবার সকাল ১০ টায় বেলুন উত্তোলন ও র্যালি মধ্য দিয়ে ইউএস- বাংলা মেডিকেল কলেজের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু। প্রোগ্রামের সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডা: মো: আজিজুল ইসলাম। তিনি বলেন, ইউএস-বাংলা মেডিকেল কলেজ ২০১৩ সালে অনুমোদনপ্রাপ্ত হয়ে ২০১৪ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে । এখন ১১ তম ব্যাস ভর্তি হচ্ছে ।আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য এই অত্র অঞ্চলের মানুষের স্বার্থ সেবায় নিশ্চিত করার জন্য এবং স্বাস্থ্য শিক্ষা গবেষণা কাজে অবদান রাখার জন্য এবং মানবিক চিকিৎসক তৈরীর ব্রত নিয়ে এই মেডিকেল কলেজ কাজ করছে। গত ১১ বছর যাবত অত্র এলাকার মানুষের চিকিৎসা সুবিধার পাশাপাশি ১১ টি ব্যাচের ছাত্রদেরকে ডাক্তার তৈরি করছে যার মধ্যে চারটি ব্যাচ অলরেডি ডাক্তার তৈরি হয়ে গিয়েছে । নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত ইউএস-বাংলা মেডিকেল কলেজ। আমাদের প্রত্যাশা একটি বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা তৈরিতে কাজ করে যাবে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ।
ইউএস বাংলা মেডিকেল কলেজের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি ১১ কেজির একটি কেক কাটেন। কেক কাটার সময় অংশগ্রহণ করেন বর্তমান ও সাবেক মেডিকেল শিক্ষার্থীরা, এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমন্ডলী ও অতিথিবৃন্দ।
মেডিকেল কলেজটিতে বর্তমান মোট ৩১০ জন শিক্ষার্থী রয়েছে। এই মেডিকেল কলেজে দেশীয় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৪৫% শিক্ষার্থী অধ্যানরত আছেন।
প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামের ১ম ধাপ সাড়ে বারো টায় নামাজের বিরতির মধ্য দিয়ে শেষ হয়। বিরতির পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান, এরপর দুপুরের খাবার, রেফেল ড্র, আতশবাজিসহ শিক্ষার্থীদের আনন্দঘন মূহুর্তের মধ্য দিয়ে শেষ হয় ইউএস বাংলা মেডিকেল কলেজের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আরও পড়ুন