Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


ডেন্টালে ভর্তির সময় বাড়াল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

Main Image

ডেন্টালে ভর্তির সময় বাড়াল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর


২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তির সময়সীমা ৬ এপ্রিল পর্যন্ত বাড়াল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। একই সাথে মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সময়সীমাও ৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে বিডিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ৬ এপ্রিল অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো। একই সঙ্গে মাইগ্রেশনে ইচ্ছুক শিক্ষার্থীদের টেলিটকের ওয়েব পোর্টালে অনলাইন মাইগ্রেশনের আবেদন দাখিলের সময়সীমা ৬ এপ্রিল পর্যন্ত এবং সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থীদের মাইগ্রেশনের তথ্য টেলিটকের ওয়েব পোর্টালে অগ্রবর্তীকরণের শেষ তারিখ ৭ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো।

 

এদিকে, দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিতে আবেদন শুরু হয়েছে ২৫ মার্চ থেকে। এ কার্যক্রম শেষ হবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। এ কোর্সে মূল ভর্তির কার্যক্রম আগামী ১২ মে শুরু হয়ে ১৯ মে শেষ হবে। 

 

গত ২৭ ফেব্রুয়ারি দেশের ৯টি সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ মার্চ ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন উত্তীর্ণ হন।

আরও পড়ুন