দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেয়নি সরকার। সরকার চায় না কোনো মেডিকেল কলেজ বন্ধ হোক। তবে যদি কোন কলেজ মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, দেশের ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে পুরনো ৮টি ও নবীন ৬টি মেডিকেল কলেজ বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত। তবে নবীন ৬টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অবস্থা তুলনামূলকভাবে অনেক ভালো। নবীন মেডিকেল কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।
অধ্যাপক ডা. নাজমুল হোসেন আরও বলেন, ‘নবীন হোক কিংবা পুরনো—যে সব মেডিকেল কলেজে মানসম্মত শিক্ষা প্রদান ব্যাহত হবে, সে সব প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে আমাদের সব সিদ্ধান্তই দেশের মানুষের কল্যাণের জন্য। আমরা এমন চিকিৎসক তৈরি করতে চাই না, যারা মানসম্পন্ন চিকিৎসা দিতে অক্ষম হবেন।’
তিনি আরও বলেন, ‘যথাযথ শিক্ষা নিশ্চিত করতে না পারলে, যোগ্য চিকিৎসক তৈরি সম্ভব নয়। আমাদের প্রথম চেষ্টা থাকবে—সব মেডিকেল কলেজের মানোন্নয়ন করা।’
এর আগে সকালে, নীলফামারী সরকারি মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। সভায় কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ নানা সমস্যা মহাপরিচালকের কাছে তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে অস্থায়ী ক্যাম্পাসে গাছ রোপণ করেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহ এবং রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দ।
আরও পড়ুন