মিয়ানমার ও থাইল্যান্ডে গত ২৮ মার্চ সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক মানবিক সহায়তা পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের জরুরি জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ মিয়ানমারে প্রেরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে, সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী, চিকিৎসাসেবা ও উদ্ধারকাজে সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হয়। স্বাস্থ্য অধিধপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ৮ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিমকে গত ২ এপ্রিল মিয়ানমারে পাঠানো হয়েছে। টিমে আছেন- ডা. মনিরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি), ডা. এ কে এম ফেরদৌস রহমান (সহযোগী অধ্যাপক, ক্রিটিকাল কেয়ার মেডিসিন), ডা. মোহাম্মদ আরিফ হোসেন (সহকারী অধ্যাপক, ক্যাসুয়াল্টি), ডা. হাসান মাহবুব (জুনিয়র কনসালটেন্ট, নিউরোসার্জারি), ডা আরিফ উদ্দিন (জুনিয়র কনসালটেন্ট, এনেস্থেশিয়া), মিরা ব্যাপারি (সিনিয়র স্টাফ নার্স), নুপুর বিশ্বাস (সিনিয়র স্টাফ নার্স) এবং মোঃ মামুন আকন (সিনিয়র স্টাফ নার্স)। তারা মিয়ানমারের ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যুব থিরি জেনারেল হাসপাতাল এবং ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে বিভিন্ন রোগীর চিকিৎসাসেবা প্রদান করেন। উক্ত হাসপাতালগুলোতে নিয়মিতভাবে তারা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন এবং জটিল কিছু সার্জারি করেন।
চিকিৎসাসেবা কার্যক্রম সরাসরি তদারকি করছেন স্বাস্থ্য অধিধপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান।
বাংলাদেশি মেডিকেল টিম মিয়ানমারে পৌঁছানোর পর, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করেন। এই সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রী ডা থেত খাইং উইন বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ সরকার ও জনগণ সর্বদা মানবিক বিপর্যয়ে আক্রান্ত দেশগুলোর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
আরও পড়ুন