অধ্যাপক ডা. আব্দুল হান্নানকে সভাপতি ও ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরীকে মহাসচিব নির্বাচিত করে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) পাল্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান। রোববার (২৩ মার্চ) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের এক সাধারণ সভায় বিপিএর আহ্বায়ক অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ বিপিএর নতুন এ আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়। সভায় জানানো হয়, এই কমিটি ঈদ-উল-ফিতরের পর সরকারি ও বেসরকারি শিশু বিশেষজ্ঞদের নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে।
বিপিএর আহ্বায়ক অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্ব সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিপিএর সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, আহ্বায়ক কমিটির সদস্য ডা. আবদুর রউফ, প্রাক্তন নির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং বিপিএর আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, কক্সবাজার মেডিক্যাল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল আলম, বিপিএ পদসৃজন ও পদোন্নতি কমিটির প্রধান সমন্বয়ক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী প্রমুখ।
সভায় সরকারি চাকরিতে পদোন্নতি, পদসৃজন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও স্বাস্থ্যখাতের সংস্কারের দাবি জানান। তারা জানান, সারা দেশের শিশু বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে যোগাযোগ ও আলোচনার মধ্য দিয়ে শিশুস্বাস্থ্য খাতের সংকট নিরসনে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব ইতিমধ্যে কমিটির প্রধানের কাছে জমা দিয়েছেন।
বাংলাদেশের শিশু বিশেষজ্ঞদের বঞ্চনার প্রধান হিসেবে তারা মনে করেন, বিগত ১৭ বছর শিশু বিশেষজ্ঞদের একমাত্র সংগঠন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) বড় একটি অংশ সরকারি চিকিৎসকদের প্রতিনিধিত্ব ছিল না।
উল্লেখ্য, ইতোপূর্বে ঘোষিত বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. মো. সেলিমুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আতিয়ার রহমান ও কোষাধ্যক্ষ হিসেবে ডা. আতিয়ার রহমান।
আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টার মধ্যে বিপিএ'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিশ্রুতি
আরও পড়ুন