Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫


এবার বিপজ্জনক পর্বত অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন ডা. বাবর আলী

Main Image

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. বাবর আলী


এবার পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. বাবর আলী (চমেক ৫১তম প্রজন্ম)। সোমবার (২৪ মার্চ) অভিযানের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. বাবর আলী এসব তথ্য জানান।  

 

প্রসঙ্গতঃ উচ্চতার দিক দিয়ে পৃথিবীর দশম স্থানে রয়েছে অন্নপূর্ণা-১ পর্বত। এর উচ্চতা ৮ হাজার ৯১ মিটার। পর্বতটির পরতে পরতে বিপদ লুকিয়ে থাকে। এবার বিপজ্জনক এই পর্বতের চূড়া জয়ের স্বপ্ন দেখছেন ডা. বাবর আলী।

 

উল্লেখ্য, গত বছরের ১৯ মে সকালে বাবর আলী দেশের গণমাধ্যমের খবর হন। সেদিন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায়  (৮৮৪৮ মিটার)  পা রাখেন তিনি। এর দুই দিন পর ২১ মে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পবর্ত লোৎসের ৮৫১৬ মিটার)  চূড়ায় ওঠেন বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী।

আরও পড়ুন