ময়মনসিংহ জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা. আবুল কালাম
শুক্রবার (১৪ মার্চ) জুমআর নামাজ পড়াকালীন মারা গেলেন ময়মনসিংহ জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা. আবুল কালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ১২তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন।
ডা. আবুল কালামের মৃত্যুর তথ্য ডক্টর টিভিকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
তিনি জানান, প্রয়াত ডা. আবুল কালাম ছিলেন বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও ময়মনসিংহের সিনা হাসপাতালের কর্ণধার ছিলেন তিনি।
আরও পড়ুন