Advertisement
Doctor TV

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫


ডায়ালাইসিস ইউনিট স্থাপনে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদক

Main Image

দুদকের এনফোর্সমেন্ট টিম প্রথমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে


দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজ ও ৪৪ জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট স্থাপন প্রকল্পের আওতায় ডায়ালাইসিস মেশিন ক্রয়ের দরপত্রে অনিয়ম ও দুর্নীতি এবং স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যসহ নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুদকের এনফোর্সমেন্ট টিম প্রথমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। পরে জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) অবস্থিত প্রকল্প অফিস হতে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিম জানতে পারে, উক্ত প্রকল্পের টেন্ডার মোট তিনবার আহ্বান করা হয়। প্রথম টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার মূল্যায়ন কমিটি কোনো প্রতিবেদন দাখিল করেনি এবং সর্বশেষ টেন্ডার বিজ্ঞপ্তির পরে মৌখিক নির্দেশনায় বাতিল করা হয়েছে। সার্বিক বিবেচনায়, অধিদপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের টেন্ডার কার্যক্রম স্থগিত হয়ে আছে মর্মে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

আরও পড়ুন