ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথবাহিনী
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথবাহিনী। তাদের মধ্যে নারীসহ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্য ও নজরদারীতে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান।
গোয়েন্দা সূত্র জানান, বেশ কিছুদিন গোয়েন্দা নজরদারিতে রাখার পর যৌথ অভিযান চালানো হয়। এতে অর্ধশতাধিক দালালকে আটক করা হয়েছে। সবার নাম পরিচয় ও সার্বিক তথ্য যাচাই-বাছাই করার পর নারী পুরুষ মিলে ৩৩জনকে সর্বোচ্চ ৩ মাসসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। এরমধ্যে ১৯জন নারী ও ১৪জন পুরুষ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, দালাল নির্মূলে প্রচেষ্টা অব্যাহত আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। এতে আটক কয়েকজনকে যাচাই-বাছাই করে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলে দৈনিক মজুরিতে নিয়োগপ্রাপ্ত কয়েকজন ও স্থায়ী দুই একজন এসব কাজে জড়িত। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
এরআগে, গত নভেম্বর মাসে অভিযান চালিয়ে ২১ দালালকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
আরও পড়ুন