Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ঢাকা মেডিকেলে লটারির মাধ্যমে ইন্টার্নদের প্লেসমেন্ট সম্পন্ন

Main Image

পছন্দের রোটেশনে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৭৬তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের প্লেসমেন্ট লটারির মাধ্যমে নির্ধারণ


পছন্দের রোটেশনে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৭৬তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের প্লেসমেন্ট লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। শনিবার (১ মার্চ) অধিকাংশ শিক্ষার্থীর উপস্থিতিতে ইন্টার্ন রোটেশন লটারি অনুষ্ঠিত হয়।

 

এই পদক্ষেপকে ঐতিহাসিক ও বিশেষ ঘটনা বলে মনে করছেন শিক্ষার্থী। তারা জানান, এর মধ্যদিয়ে বৈষম্যের অবসান হলো। সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণে এটা অন্যান্য মেডিকেলের সংশ্লিষ্টদের উৎসাহিত করবে। সকল ব্যাচের ব্যাচের জন্য অনুসরণীয় হয়ে থাকবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

 

ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সাবেক সভাপতি ডা. আবরার হামীম বলেন, এটা অসাধারণ উদ্যোগ। এভাবে রোস্টার হওয়া উচিত। ৭৬ এর সবাইকে ইন্টার্নশিপের জন্য অগ্রীম শুভেচ্ছা।

 

আইডিএসের সাধারণ সম্পাদক ডা. রিফাত মাহবুব বলেনে, ইতোপূর্বে ছাত্রলীগের নেতারা নিজের সুবিধামতো ইন্টার্ন প্লেসমেন্ট নিতো এবং বাকিদের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজেদের মতো রোস্টার করতো। শিক্ষকদের উপস্থিতিতে কে-৭৬ ব্যাচে লটারির মাধ্যমে ইন্টার্নশিপের প্লেসমেন্ট নির্ধারণ সবার সমঅধিকারের বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন