Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরানোর দাবি বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস' সোসাইটির

Main Image

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস' সোসাইটির (বিএমএসএস)


বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস' সোসাইটির (বিএমএসএস) পক্ষ থেকে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরানোর জোরালো দাবি জানানো হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে বিএমএসএস।  


বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণের জন্য স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করার জন্য সরকার, চিকিৎসক সমাজ ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সমন্বিত প্রয়াস থাকা জরুরি। তবে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতে যেসব নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে এবং চিকিৎসাসেবার গুণগত মানকে সংকটে ফেলছে। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস' সোসাইটি (BMSS) দেশের সর্ববৃহৎ মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন হিসেবে এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং স্বাস্থ্যখাতে সুশৃঙ্খল, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে।
 

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস' সোসাইটি (বিএমএসএস) স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, দেশের স্বাস্থ্যখাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যের সুরক্ষার স্বার্থে নিম্নলিখিত পদক্ষেপগুলো অবিলম্বে গ্রহণ করতে হবে—
 

১. আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভুল সিদ্ধান্ত বাতিল করতে হবে
– স্বাস্থ্যসেবা খাতে গ্রহণ করা সাম্প্রতিক সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান দিতে হবে।
 

২. "ডাক্তার" উপাধি শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে
– স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি দূর করতে, সরকারকে নিশ্চিত করতে হবে যে শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীরাই "ডাক্তার" হিসেবে চিহ্নিত হবেন।
 

৩. জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য নীতি ও সিদ্ধান্ত গ্রহণে গবেষণা ও অভিজ্ঞ চিকিৎসকদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে
– মেডিকেল শিক্ষার্থী, চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে স্বাস্থ্যখাতে যে কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে হবে।
 

৪. MATS বন্ধ করতে হবে
—২০১০ সাল থেকে MATS শিক্ষার্থীদের দেওয়া BMDC রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করতে হবে
– সকল MATS (Medical Assistant Training School) বন্ধ করতে হবে এবং নতুন ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত করতে হবে।
– ইতোমধ্যে পাশ করা MATS শিক্ষার্থীদের SACMO (Sub-Assistant Community Medical Officer) পদবী পরিবর্তন করে "মেডিকেল অ্যাসিস্ট্যান্ট" হিসেবে নিয়োগ দিতে হবে।
– তাদের যথাযথ যোগ্যতা অনুযায়ী Paramedics বা Nursing-এ স্থানান্তর করতে হবে।
 

৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে
– চিকিৎসকদের বিরুদ্ধে সহিংসতা ও হুমকির ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে হবে।
– চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে একটি নির্দিষ্ট আইন বাস্তবায়ন করতে হবে, যাতে চিকিৎসা প্রদান করতে গিয়ে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় না ভোগেন।
 

এসব দাবি না মানা হলে, সকল মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস' সোসাইটি (বিএমএসএস)। মেডিকেল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং গণতান্ত্রিক উপায়ে তাদের দাবিগুলো আদায়ের জন্য যথাযথ পদক্ষেপ নেবে।

আরও পড়ুন