Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বিভিন্ন শাখা প্রশাখা চালুর পরামর্শ

Main Image

বিএসএমএমইউর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এর ৬ষ্ঠ আন্তজার্তিক সম্মেলন


বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বিভিন্ন শাখা প্রশাখা চালু করার উপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। একইসাথে তারা উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইসিইউ বিষয়ক অত্যাধুনিক গাইডলাইন তৈরি এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তারা। 

 

রোববার (৯ ফেব্রুয়ারি) বিএসএমএমইউর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এর ৬ষ্ঠ আন্তজার্তিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। আরও বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. এ এস এম আরেফিন আহসান, অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডা. মো. আসাদুজ্জামানসহ অনেকে। 

 

বক্তারা বলেন, বর্তমানে বিএসএমএমইউ, বারডেম, ঢাকা মেডিক্যাল কলেজসহ ৪টি প্রতিষ্ঠানে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিষয়ে উচ্চতর কোর্স চালু রয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমানে ৯৫ জন শিক্ষার্থী উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন। উচ্চতর ডিগ্রী অর্জনে অধ্যয়ন করছেন বা পাইপ লাইনে রয়েছে প্রায় ২ শত জন। যা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বিস্তৃত প্রসারে ক্ষেত্রে খুবই কম। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের শয্যা সংখ্যা সারা দেশে মাত্র ৩ হাজার। চাহিদার তুলনায় এই সংখ্যা একেবারেই নগন্য। একই সাথে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বিভিন্ন সাব স্পেশিয়ালিটি প্রসারের দরকার। এমন একটি সাব স্পেশিয়ালিটি হলো এভিয়েশন ইনটেনসিভিস্ট, যা অনেক দেশেই নাই, কিন্তু এর প্রয়োজন রয়েছে। 

আরও পড়ুন