আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ' ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের' ভাসকুলার সার্জারী বিভাগের পক্ষ থেকে জনসাধারণ ও রোগীদের সচেতনতা বৃদ্ধির জন্য ০১ এবং ০২ ফেব্রুয়ারী ২০২৫, ভ্যারিকোজ ভেইন মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
বাংলাদেশসহ সারাবিশ্বের অসংখ্য মানুষ পায়ের আঁকাবাঁকা মোটা শিরা বা ভ্যারিকোজ ভেইন রোগে আক্রান্ত। তাই সেবা প্রদানে মেডিকেল ক্যাম্প উপলক্ষ্যে পায়ের শিরা পরীক্ষা তথা ডুপ্লেক্স পরীক্ষায় ৫০% ডিসকাউন্ট দিচ্ছে ' ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল'। এছাড়া ভ্যারিকোজ ভেইন রোগের সর্বাধুনিক চিকিৎসা আরএফএ এবং ভেনাসিল পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
মেডিকেল ক্যাম্প এ চিকিৎসা সেবা প্রদান করছেন ভাসকুলার সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. জিএম মকবুল হোসেন, অধ্যাপক ডা. নরেশ চন্দ্র মন্ডল, অধ্যাপক ডা. ইমতিয়াজ আহসান, সহকারী অধ্যাপক ডা. আনিসুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. একেএম জিয়াউল হক, ডা. আশফাক নাজমী, ডা. শহীদুল ইসলাম, ডা. মোহাম্মদ ইমরানসহ বাংলাদেশের প্রথিতযশা ভাসকুলার সার্জনগন। সহযোগিতায় ছিলেন ডা. সাইনুর সামাদ, সহকারী রেজিস্ট্রার ডা. নাজমুল হাসান, ডা. সালেহ আহমেদ শুভ।
মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিন দুপুরে ভাসকুলার সার্জনদের নিয়ে “গাইডলাইন অন ভ্যারিকোজ ভেইন” এর উপর একটি সিএমই আয়োজন করা হয়েছে। কি-নোট স্পীকার হিসেবে থাকবেন ইবনে সিনা মেডিকেল কলেজ এর ভাসকুলার ও এন্ডোভাসকুলার সার্জন, অধ্যাপক ডা. জিএম মকবুল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইবনে সিনা মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ, অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত ডিরেক্টর এডমিন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। উক্ত কর্মশালায় ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকা থেকে আগত, বিশিষ্ট ভাসকুলার সার্জন এবং মুক্তিযোদ্ধা ডা. এম. আবিদুর রহমান। সঞ্চলনায় থাকবেন সহকারী অধ্যাপক, ডা. একেএম জিয়াউল হক ও ডা. নাজমুল হাসান।
০২ দিনের এই মেডিকেল ক্যাম্পে শতাধিক ভ্যারিকোস ভেইন রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছিল। দুই দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ১১ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
আরও পড়ুন