গবেষণা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) সেশন অনুষ্ঠিত
চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে ক্লিনিকাল ট্রায়ালের গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে গবেষণা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিএসএমএমইউ-এর অধ্যাপক ডা. কামরুল ইসলাম সেমিনার হলে সেমিনারটি শুরু হয়। এতে দেশ-বিদেশের প্রখ্যাত চিকিৎসক ও গবেষকরা অংশগ্রহণ করেন।
সিএমইতে মূল বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া মেডিকেল কলেজ, অগাস্টা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ব্লাড অ্যান্ড ম্যারো ট্রান্সপ্লান্ট ও সেলুলার থেরাপির প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ আনোয়ারুল হক মিয়ান। তিনি ক্লিনিকাল ট্রায়ালের গুরুত্ব, এর বিভিন্ন পর্যায়, বৈজ্ঞানিক পদ্ধতি এবং আন্তর্জাতিক মানদ- মেনে গবেষণা পরিচালনার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। নতুন ওষুধ ও থেরাপির কার্যকারিতা প্রমাণে ক্লিনিকাল ট্রায়ালের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ-এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর। তিনি বলেন, বাংলাদেশে চিকিৎসা গবেষণার অগ্রগতির জন্য ক্লিনিকাল ট্রায়াল অপরিহার্য। আমাদের চিকিৎসকদের আন্তর্জাতিক মানের গবেষণায় অংশগ্রহণ করতে হবে, যাতে আমাদের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)-এর নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. তসলিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ-এর সাবেক প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান। সহযোগী অধ্যাপক ডা. গোলাম নবি সেমিনারটি সঞ্চালনা করেন এবং মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। এছাড়া, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর একজন প্রতিনিধি প্রতিষ্ঠানটির সাম্প্রতিক গবেষণা উদ্যোগ এবং নতুন ওষুধ সম্পর্কিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সেমিনারটি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর বৈজ্ঞানিক সহায়তায় আয়োজিত হয়। সমাপনী বক্তব্য তথা ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)-এর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. এম এ কে আজাদ।
অংশগ্রহণকারীরা ক্লিনিকাল ট্রায়ালের গুরুত্ব এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সেমিনারটির প্রশংসা করেন। তারা ভবিষ্যতে আরও এ ধরনের সিএমই সেশন আয়োজনের আহ্বান জানান, যা চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ প্রদান করবে। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের চিকিৎসা গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে অব্যাহত থাকবে।
আরও পড়ুন