রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালের (বিএসএইচ) উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত
রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালের (বিএসএইচ) উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন বিএসএইচ এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এস. এ. খান, একাডেমিক রিসার্স ও পাবলিকেশন কমিটি চেয়ারম্যান অধ্যাপক ব্রিগে. জেনা. মামুন মোস্তাফী (অব.), অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী এবং ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. এম এ খান।
উক্ত র্যালিতে আরও উপস্থিত ছিলেন ব্রিগে. জেনা. এস এম এ আল মুইদ (অব.), ডা. সাবরিনা কিউ রশিদ, ডা. ফেরদৌস আরা বেগম, ডা. দেওয়ান এম হাসান, ডা. মো. আরিফুর রহমান সজল, হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ডাক্তার, নার্স এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
র্যালিতে উপস্থিত চিকিৎসকরা ক্যান্সার সচেতনতায় করনীয় ও প্রতিরোধ সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন এবং কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
আরও পড়ুন