বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারি বিভাগের নতুন-পুরাতন রেসিডেন্ট নিয়ে আত্মপ্রকাশ হলো সিভিটিএস রেসিডেন্ট অ্যালামনাই বিএসএমএমইউ এর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারি বিভাগের নতুন-পুরাতন রেসিডেন্ট নিয়ে আত্মপ্রকাশ হলো সিভিটিএস রেসিডেন্ট অ্যালামনাই বিএসএমএমইউ এর। বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্স থেকে পাশ করা কার্ডিয়াক, ভাস্কুলার এবং থোরাসিক সার্জারিতে কর্মরত সকলকে এক প্লাটফরমে আনার লক্ষ্যেই নতুন সংগঠনের যাত্রা শুরু। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ এর কার্ডিয়াক সার্জারির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. আসলাম। আরও ছিলেন অধ্যাপক ডা. রেজওয়ানুল হক ও অধ্যাপক ডা. মুস্তাফিজ।
সংশ্লিষ্টরা জানান, এই সংগঠন তৈরীর উদ্দেশ্য হলো প্রাক্তন এবং বর্তমান রেসিডেন্টদের মাঝে যোগসূত্র স্থাপন করা। এর মাধ্যমে যারা বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছে কোর্সে আছে তাদের লেখাপড়ার ট্রেনিং এর ক্ষেত্রে পরামর্শ, যারা পাশ করে সরকারি বেসরকারি বা বিদেশে উচ্চশিক্ষা বা কাজ করছেন, তাদের মতামত অভিজ্ঞতা বিনিময় করা। প্রয়োজনে কাজের জন্য রিক্রুট করা। মাঝে মাঝে নিজেদের কাজ নিয়ে পর্যালোচনা করার জন্য সিএমই আয়োজন করা ইত্যাদি।
বর্তমানে দেশে কার্ডিয়াক, ভাস্কুলার এবং থোরাসিক সার্জারির নিজস্ব পেশাজীবী সংগঠন রয়েছে। নতুন সংগঠন সিভিটিএস রেসিডেন্ট অ্যালামনাই বিএসএমএমই তাদের সম্পূরক বা প্যারালাল কোনো সংগঠন হবে না।
আরও পড়ুন