বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস)
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এর আইটি বিভাগের উদ্যোগে চালু করা হয়েছে ই-লগবুক। রোববার (২ ফ্রেব্রুয়ারি) এটি উদ্বোধন করা হয়। এরফলে এখন থেকে পৃথিবীর যে কোন প্রান্তে আমাদের ট্রেইনীগণ বিসিপিএস এর সাথে সংযুক্ত থাকতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, প্রথম বার ৪টি সাবজেক্ট যেমন মেডিসিন, সার্জারি, গাইনি ও পিডিয়াট্রিক্স এর ট্রেইনীরা ই-লগবুক এর আওতায় আসবেন। পর্যায়ক্রমে সব সাবজেক্টই এই কার্যক্রম এর আওতায় আসবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিসিপিএস এর ট্রেনিং শুরু হবে ই-লগবুক দিয়ে এবং পুরো ট্রেনিংয়ে ট্রেইনীদের ফিডব্যাক দেবেন ট্রেনারগণ।
Supervisor / trainer and trainee গণ লগবুকে রেজিষ্ট্রেশন করার জন্য ট্রেইনীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিসিপিএস এর ওয়েবসাইটে এ সংক্রান্ত সমস্ত তথ্য আছে। যে কেউ ডাউনলোড করে নিতে পারবেন। উল্লেখ্য জানুয়ারি, ২৫ এ যারা পার্ট ১ করেছেন তারা ই-লগবুক এর মাধ্যমে ট্রেনিং ও মনিটরিং লাভ করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিকে আরো এগিয়ে যাবে বিসিপিএস- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আরও পড়ুন