Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ

Main Image

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি


এবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র ওয়েবসাইট বন্ধ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সংস্থাটির স্বাধীনতা কেড়ে নিয়ে একে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সূত্র: গার্ডিয়ান, সিএনএন, ফোর্বস, রয়টার্স

 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইউএসএআইডি’র ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করলে সেখানে ‘সার্ভার আইপি ঠিকানা খুঁজে পাওয়া যায়নি’ বলে একটি বার্তা ভেসে উঠছে।

 

একটি সূত্র জানিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এ সপ্তাহে ইউএসএআইডি’র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেছে। মার্কিন এক কর্মকর্তা এ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবারই ইউএসএআইডির সিল সম্বলিত ফলকগুলো অপসারণ করা হয়েছে। এরপর সংস্থাটির ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না। এসব কর্মকাণ্ড স্পষ্ট ইঙ্গিত দেয়, ইউএসএআইডিকে পররাষ্ট্র দফতরে একীভূত করার কাজ চলছে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশ দেয়।

আরও পড়ুন