Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সড়ক দুর্ঘটনায় চলে গেলেন ডা. অর্ঘ্য অম্রিত মন্ডল

Main Image

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. অর্ঘ্য অম্রিত মন্ডলের


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. অর্ঘ্য অম্রিত মন্ডলের। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সজোরে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডা. অর্ঘ্য অম্রিত মন্ডলের হবু স্ত্রী ডা. প্রতীভা। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সদস্য ডা. মুহাম্মদ মনিরুজ্জামান।  

 

নিজ ফেসবুক টাইম লাইনে ডা. মুহাম্মদ মনিরুজ্জামান লিখেছেন, ‘‘ছোট ভাই Arghyo Amrito Mondol.আমার স্কুল টিচার অচিন্ত্য মন্ডল স্যার এর একমাত্র ছেলে।
সদ্য এমবিবিএস পাশ করেছে, ইন্টার্ন ডাক্তার!
সামনে বিয়ে, বিয়ের কার্ড ছাপানো শেষ! (গত ২৫ জানুয়ারি বিয়ে হওয়ার কথা ছিলো। কিন্তু আত্মীয় একজন মারা যাওয়ায় বিয়ে পিছিয়ে যায়)।
কত স্বপ্ন, কত আশা! সব শেষ হয়ে গেলো।
Dr.  Arghyo Amrit Mondol  ইন্টার্ন চিকিৎসক, পপুলার মেডিকেল কলেজ। গতকাল ঢাকা থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ হাইওয়েতে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে সজোরে আঘাতপ্রাপ্ত হয়ে স্পটেই মারা যান। যার সাথে বিয়ে হওয়ার কথা তিনি Dr. Protiva। তার অবস্থাও আশংকাজনক! হেড ইঞ্জুরি আছে, GCS Score এখন probably 10।
ছেলেটার একটা কথা খুব কানে বাজতেছে,
সেই একবার দেখা হলো আর কখনো হয়নি। তোর সাথে আর দেখা হবেনা ভাই!’’

আরও পড়ুন