বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সভায় বক্তারা নার্সিং সেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করেন।
নার্সিং অনুষদের ওই সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, গ্রাজুয়েট নার্সিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও, ভিসির একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, গ্রাজুয়েট নার্সিং বিভাগের সহকারী অধ্যাপক নূপুর ডি কস্তা, হাসিনা আক্তার, মোছা. নাসরিন, বিথিকা মালীসহ অনেকে।
সভায় নার্সিং অনুষদের উন্নয়ন, নার্সিং সেবার মান উন্নয়ন, হাসিমুখে রোগীদের সেবাদান, ফ্যাকাল্টিগণের বিভিন্ন সমস্যার সমাধান ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন