জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির কার্যালয় বন্ধ করেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। কমিটি গঠনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রোববার (২৬ জানুয়ারি) নিটোর পরিচালক (ভারপ্রাপ্ত) ও নব-গঠিত অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক কমিটির প্রধান ডা. মো. আবুল কেনান স্বাক্ষরিত জরুরি নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির কমিটি গঠনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় কোনোরূপ অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অবস্থিত বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির অফিস বন্ধ থাকবে। একটি ঐতিহ্যবাহী বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠনের সদস্যদের এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
এর আগে গত ২০ জানুয়ারি ডা. আবুল কেনানকে প্রধান করে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী। ওই দিন সংগঠনটির সাধারণ সভায় দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে কোষাধ্যক্ষ হয়েছেন ডা. মো. জহির উল ইসলাম। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে আটজনকে। তারা হলেন ডা. শাহ মু. আমান উল্লাহ, ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব, ডা. জিএম জাহাঙ্গীর হোসেন, ডা. শেখ ফরহাদ, ডা. আবু আউয়াল শামীম, ডা. সিরাজুস সালেহীন, ডা. মো. আলমগীর হোসেন জনি ও ডা. জামাল উদ্দিন আহমদ।
একই সভা থেকে ৩৮তম কনফারেন্স আয়োজক কমিটিও গঠন করা হয়। এর চেয়ারম্যান হয়েছেন ডা. ওয়াকিল আহমেদ। আয়োজক কমিটির সেক্রেটারি করা হয়েছে ডা. মো. মিজানুর রহমানকে।
আরও পড়ুন