Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


কোর্সের গুণগতমান বাড়াতে চান বিএসএমএমইউ প্রশাসন

Main Image

শনিবার (২৫ জানুয়ারি) শহীদ ডা. মিল্টন হলে বিএসএমএমইউর পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির (আইআরআরসি) ৩৮তম সভা অনুষ্ঠিত


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন করে কোর্সের সংখ্যার বৃদ্ধির চাইতে গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৫ জানুয়ারি) শহীদ ডা. মিল্টন হলে বিএসএমএমইউর পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির (আইআরআরসি) ৩৮তম সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কর্মকর্তা এই পরামর্শ দেন। 

 

পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. জাফর খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সভা সূত্রে জানা গেছে, ৩৮তম সভায় বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন কোর্স বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা, কোর্স মূল্যায়ন করা, নতুন কোর্স চালুর ক্ষেত্রে জাতীয় পর্যায়ে চাহিদা রয়েছে কি-না তা বিবেচনায় নেওয়া, চালু করা কোর্সগুলোর বিষয়ে মনিটরিং কার্যক্রম জোরদার করা ইত্যাদি আলোচিত হয়। তবে এসময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কোর্সের সংখ্যার বৃদ্ধির চাইতে গুণগতমান বজায় রাখার ওপর।

এমনকি সভায় কোর্সের গুণগতমান বজায় রাখতে পারলেই আগামী দিনে দক্ষ বিশেষজ্ঞ তৈরি সম্ভব বলেও মতামত দেন বিশেষজ্ঞ ও শিক্ষকরা।

আরও পড়ুন