রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল
আগামী ২৪ ঘন্টার মধ্যে সারাদেশের সেকেন্ডারি পর্যায়ের হাসপাতাল ও টারশিয়ারি পর্যায়ের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চলমান মেডিকেল অ্যসিস্ট্যান্টদের বেআইনী প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেডিকেল অ্যসিস্ট্যান্টদের ট্রেনিং কোর্সের নাম পরিবর্তন করে ‘ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি’ নামকরণ সম্পূর্ণ বেআইনী, সংবিধান বিরোধী, নৈতিকতা বিবর্জিত এবং প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতরণার শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।
এছাড়াও অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, সেকেন্ডারি পর্যায়ের হাসপাতাল ও টারশিয়ারি পর্যায়ের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অ্যসিস্ট্যান্ট এবং ডেন্টাল ইউনিটসমূহে ডেন্টাল টেকনোলজিস্ট প্রশিক্ষণার্থী বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। প্রাইমারী ও সেকেন্ডারি পর্যায়ের হাসপাতাল থেকে জটিল রোগীরা রেফার্ড হয়ে এখানে আসে। কিন্তু মেডিকেল অ্যসিস্ট্যান্ট ও ডেন্টাল টেকনোলজিস্টরা প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই রোগীর সংস্পর্শে আসছে এবং সরাসরি রোগীর চিকিৎসা সেবায় হস্তক্ষেপ করছে। এরফলে রোগীদের সঠিক চিকিৎসায় ব্যাঘাত ও ঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়াও তারা বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিকভাবে উপযাচক হয়ে রোগীদের চিকিৎসা দেয়ার চেষ্টা করে- যা এ ধরনের জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানে কোনভাবেই কাম্য নয়।
আপমর জনতার স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র এ সকল হাসপাতাল মেডিকেল অ্যসিস্ট্যান্ট ও ডেন্টাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে দেয়া যাবে না। এ ধরনের কার্যক্রম উক্ত হাসপাতালগুলোর ভাবমূর্তি নষ্ট করছে। রোগীর অধিকার ক্ষুণ্ন করছে। এবং সাধারণ রোগীদের অসন্তোষ দিন দিন বাড়ছেই। যা পরবর্তীতে যেকোন অনাকাঙ্খিত ঘটনার সূত্রপাতে ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন