বিএসএমএমইউয়ে ‘এপিডেমিলোজিক্যাল মেথডস ইন বায়োমেডিক্যাল রিসার্চ এন্ড আউটব্রেক ইনভেসটিগেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিশ্চিত করতে ইউনিভার্সিটি সেন্ট্রাল রিসার্চ সেন্টার চালু করা হবে বলে জানালেন প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) ও বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। রোববার (১৯ জানুয়ারি) সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে বিএসএমএমইউর বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহ এর উন্নয়নে ‘এপিডেমিলোজিক্যাল মেথডস ইন বায়োমেডিক্যাল রিসার্চ এন্ড আউটব্রেক ইনভেসটিগেশন’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
কর্মশালায় মূল বক্তা ছিলেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল এপিডেমিওলজিস্ট ডা. নামজুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘এপিডেমিলোজিক্যাল মেথডস ইন বায়োমেডিক্যাল রিসার্চ এন্ড আউটব্রেক ইনভেসটিগেশন’ বিষয়ক কর্মশালা এই বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মেডিক্যাল শিক্ষা ও গবেষণা এবং চিকিৎসার মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক ও চিকিৎসকদের মাঝে বড় ভূমিকা রাখবে। একই সাথে বায়োমেডিক্যাল রিসার্চ চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয়, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির জন্য মলিকুলার ও জেনেটিক গবেষণা খুবই জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে সকল ডিসিপ্লিন এর সমন্বয়ে বিএসএমএমইউতে ইউনিভার্সিটি সেন্ট্রাল রিসার্চ সেন্টার চালু করা হবে। ইউনিভার্সিটি সেন্ট্রাল রিসার্চ সেন্টার চালু করা হলে তা বিশ্বমানের গবেষণার ক্ষেত্রে নবদিগন্তের দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মশালায় জানানো হয়, গবেষণার সক্ষমতা ও মান বৃদ্ধির লক্ষ্যে বিএসএমএমইউ ও অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) এর বিষয়টি আলোচিত হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ল্যাবরেটরি মেডিসিন, প্যাথলজি, এনাটমি, ফরেনসিক মেডিসিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক অংশ নেন।
কর্মশালায় ভাইরোলজি বিভাগের অধ্যাপক, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী. বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়েলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. শারমিন আক্তার সুমি, সহকারী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন