মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে সারাদেশে প্রথম হয়েছেন সুশোভন বাছাড়
২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে সারাদেশে প্রথম হয়েছেন সুশোভন বাছাড়। তার প্রাপ্ত নম্বর ৯০.৭৫। খুলনা মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন তিনি।
রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবারে পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। এর আগে গত ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষায় প্রথমস্থান অধিকারী সুশোভন বাছাড়ের বাবার নাম সুভাষ চন্দ্র বাছাড়। তার পরিবারসহ নগরীর বয়রা এলাকায় থাকেন। বাবা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। সুশোভন বাবা-মায়ের একমাত্র সন্তান।
সুশোভনের বাবা সুভাস চন্দ্র বাছাড় গণমাধ্যমকে বলেন, ‘আমার ছেলে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশে প্রথম হওয়ায় আমরা খুবই আনন্দিত। সে একজন মানবিক চিকিৎসক হোক, এটাই আমার প্রত্যাশা।’
আরও পড়ুন