Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ জন

Main Image

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা (ফাইল ছবি)


দেশে গত একদিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে নতুন বছরে আটজনের মৃত্যু হলো। ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৮৩১ জনে। শনিবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।


নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ১৬ জন, ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, ময়মনসিহং বিভাগে একজন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে সাতজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৪২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৯৬ জন।

 

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, মারা যান ৫৭৫ জন।

আরও পড়ুন