Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর শেষকৃত্য শুক্রবার

Main Image

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


দুই প্রবাসী সন্তান দেশে ফেরার পর প্রয়াত অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর শেষকৃত্য করা হবে। এজন্য পারিবারিকভাবে সময় নির্ধারণ করা হয়েছে আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি)। এরআগে, বুধবার (১৫ জানুয়ারি) সকাল আটটায় মৃত্যুবরণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও  অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়াটেশিয়ান্স ফর সোশ্যাল সার্ভিসেসের (এএনডিএসএস) উপদেষ্টা অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী।  তাঁর পারিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর ভাই ডাক্তার অরূপ রতন চৌধুরী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে শুভাগত চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। এর আগে তাঁর কেমোথেরাপি চলছিল। অসুস্থ হয়ে বাসাতেই মৃত্যুবরণ করেন তিনি। পরে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বারডেমের মরচুয়ারিতে রাখা হয়েছে।

 

ব্যক্তিগত জীবনে ডা. শুভাগত চৌধুরী দুই কন্যার জনক। তাদের একজন কানাডায় এবং অপরজন অস্ট্রেলিয়ায় থাকেন। 

 

১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করা অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী কর্মজীবনে চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। পরে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষও হন তিনি।

 

সরকারি চাকরি থেকে ২০০৪ সালে অবসর নেওয়ার পর বারডেমসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত রাখেন।

 

চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে শেরে বাংলা জাতীয় পুরস্কার এবং বিজ্ঞান, কল্পবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞান শাখায় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন তিনি।

 

২০২৪ সালের ১২ জুন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের (সিসিসিএফ) পক্ষ থেকে অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীসহ ৫ জন ক্যান্সার সারভাইবারকে সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুন