Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সরকারি ৩ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

Main Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়


দেশের ৩টি সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে-শাহওয়াজের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। 

 

প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, নওগাঁ মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মুক্তার হোসেনকে অধ্যাপক হিসেবে পদোন্নতিসহ একই মেডিকেলের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।  

 

নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক (গ্যাসট্রোএন্টারোলজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন। 

 

গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. জোবায়দা সুলতানা।  

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তারা যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল perl@mefwd.gov.bd এ পাঠাবেন।

 

এতে আরও উল্লেখ করা হয়, বদলি বা পদায়ন করা কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন। তারা এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলি কর্মস্থলে মুভ ইন হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

 

আরও পড়ুন