ঢাকার বায়ুদূষণ
শীতের তেজ কিছুটা কমলেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। ক্রমেই বেড়ে চলেছে ঢাকার বাতাসের দূষণের মাত্রা। এই অবস্থায় সোমবার (১৩ জানুয়ারি) বায়ুদূষণে বিশ্বের ১২৩ শহরের মধ্যে সবার শীর্ষে উঠে এসেছে রাজধানী।এদিন সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
সোমবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে সবার শীর্ষে থাকা রাজধানীর বাতাসের মানের স্কোর ২৭৫। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এই অবস্থায় নগরবাসীকে জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৩ শহরের মধ্যে তালিকার দুই নম্বরে আছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির বাতাসের মানের স্কোর ২৩৬। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এছাড়া ২৩৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষ তিনে অবস্থান করছে পাকিস্তানের করাচি। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৩ শহরের মধ্যে তালিকার দুই নম্বরে আছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির বাতাসের মানের স্কোর ২৩৬। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এছাড়া ২৩৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষ তিনে অবস্থান করছে পাকিস্তানের করাচি। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আরও পড়ুন