বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ২১ দশমিক ৯৮ শতাংশ। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিসিপিএসের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল গণমাদ্যমকে বলেন, ‘এ বছর এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় দুই হাজার ১৬০ চিকিৎসক পাস করেছেন। শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় সাড়ে দশ হাজার। এরমধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী ফরমপূরণ করে পরীক্ষা দেননি। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯ হাজার ৮০০ শিক্ষার্থী।’
গত ৪, ৫ ও ৬ জানুয়ারি এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন