Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. লুৎফর রহমান আর নেই

Main Image

প্রতিকী শোক


স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. লুৎফর রহমান আর নেই। শনিবার (৪ জানুয়ারি) সন্ধায় তিনি ইন্তেকাল করেছেন। 

 

ডা. লুৎফর রহমানের মৃত্যুর তথ্য শনিবার (৪ জানুয়ারি) সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মাকসুমুল হক। 

 

তিনি জানান, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের ১ম ব্যাচের প্রাক্তন ছাত্র ডাঃ লুৎফর রহমান স্যার আজ কিছুক্ষণ পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। ২০১৮ সালে কলেজের সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই থেকেই দীর্ঘ সময় স্যার অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পারিবারিক সদস্য ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন