Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু

Main Image

চিকিৎসকদের এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু


বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শনিবার (৪ জানুয়ারি) সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস কেন্দ্র প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

 

পূর্ব প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৫ ও ৬ জানুয়ারিতেও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

 

জানা গেছে, বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনের কারণে এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা পেছানোর আশঙ্কা ছিল। সবকিছু কাটিয়ে সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা।

আরও পড়ুন