Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন অব্যাহত, জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকা ভাতা দাবি

Main Image

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী জুলাই থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৩৫ হাজার টাকা করার যে প্রস্তাব দেয়া হয়েছে, সেটা আসছে জানুয়ারি থেকেই কার্যকর করার দাবিতে আন্দোলন অব্যাহত


স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী জুলাই থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৩৫ হাজার টাকা করার যে প্রস্তাব দেয়া হয়েছে, সেটা আসছে জানুয়ারি থেকেই কার্যকর করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এই দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন তারা। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধায় শাহবাগ চত্বর থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।

 

এরআগে, রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা জানুয়ারি থেকে ৩০ হাজার এবং আগামী জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়। একইসাথে আন্দোলনকারীরা উক্ত প্রস্তাব মেনে নিলে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন দেয়ার আশ্বাস দেয়া হয়। জবাবে আন্দোলনকারী নেতারা বলেন, সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন তারা।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আয়োজিত বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

পরবর্তীতে মন্ত্রণালয়ের প্রস্তাব নিয়ে প্রতিনিধিরা শাহবাগে এলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। তবে এবারে ৫০ হাজারের দাবি থেকে সরে এসে জানুয়ারী থেকেই ভাতা ৩৫ হাজার করে প্রজ্ঞাপন দেবার দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন ট্রেইনি চিকিৎসকরা।

 

এরও আগে, ভাতা বৃদ্ধির দাবিতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (২৯ ডিসেম্বর)  সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলা চত্বরে জড়ো হতে থাকেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় তারা ভাতা বৃদ্ধির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। 

 

পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের যৌক্তিক দাবির যৌক্তিক সমাধান করতে সরকারের নীতিনির্ধারকদের কাছে জোর দাবি জানান আন্দোলনরত চিকিৎসকেরা। যৌক্তিক সমাধান ছাড়া আন্দোলন থামানো যাবে না বলে সাফ জানিয়ে দেন তারা।

আরও পড়ুন